নয়াদিল্লি: ট্রেনে লেডিজ কোটার অন্তর্গত অবিক্রিত বার্থের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ওয়েটিং লিস্টে থাকা মহিলাদের। তাতেও, সব আসন পূর্ণ না হলে, সুযোগ মিলবে প্রবীণ নাগরিকদের। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল।


বর্তমানে, যাত্রী সংরক্ষণ তালিকা প্রকাশ হওয়ার আগে পর্যন্ত লেডিড কোটার বুকিং খোলা থাকে। এরপর যেসব বার্থের টিকিট অবিক্রিত থাকে, সেগুলি ওয়েটিং-লিস্টে থাকা যাত্রীদের মধ্যে বণ্টন করা হয়। এক্ষেত্রে যাত্রী পুরুষ না মহিলা, তা বিচার করা হয় না।


সম্প্রতি, এক সার্কুলার জারি করে রেল বোর্ড সব কমার্সিয়াল ম্যানেজারকে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, লেডিজ কোটার অবিক্রিত বার্থগুলি প্রথমে ওয়েটিং-লিস্টে থাকা মহিলাদের দেওয়া হবে। তারপর কিছু বেঁচে থাকলে প্রবীণ নাগরিকরা সুযোগ পাবেন।


সার্কুলারে বলা হয়েছে, বার্থ ফাঁকা থাকলে, সংশ্লিষ্ট টিকিট পরীক্ষক নিজের অধিকারে মহিলা যাত্রী ও প্রবীণ নাগরিকদের আসন দিতে পারবেন। বর্তমানে, সংরক্ষিত শয়ন-আসনের ট্রেনে সাধারণ শ্রেণির প্রত্যেক কামরায় ৬টি লোয়ার বার্থ প্রবীণ নাগরিক, ৪৫ বছর পর্যন্ত মহিলা যাত্রী এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য সংরক্ষিত। একইভাবে, বাতানুকূল থ্রি-টিয়ার ও টু-টিয়ারের ক্ষেত্রে প্রত্যেক কামরায় এই সংরক্ষণের সংখ্যা তিনটি।