আগ্রা (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশ বার কাউন্সিলের সভাপতি দরবেশ সিংহকে আদালত চত্বরে গুলি করে খুন করলেন এক আইনজীবী। দুদিন আগেই দরবেশ প্রথম কোনও মহিলা হিসাবে বার কাউন্সিল সভাপতি নির্বাচিত হন। বুধবার তিনি সিভিল কোর্টে এসেছিলেন। দুপুর আড়াইটা নাগাদ তাঁর ওপর আক্রমণ হয়। অভিযুক্ত ঘাতক আইনজীবী দরবেশকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।
আগ্রার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ বর্মা বলেন, মণীশ শর্মা নামে হত্যাকারী আইনজীবী দরবেশের দীর্ঘদিনের পরিচিত। তাঁর ওপর গুলি চালানোর পর মণীশ নিজেকেই গুলি করেন। বর্তমানে এক হাসপাতালে মণীশের চিকিত্সা চলছে, তাঁর অবস্থা গুরুতর।
পুলিশ অফিসারটি জানান, মণীশের ব্যবহার করা পিস্তলের লাইসেন্স আছে। পুলিশ সেটি নিজেদের হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি জানান, বার কাউন্সিল সভাপতি হওয়ার পর আজই প্রথম সিভিল কোর্টে এসেছিলেন দরবেশ। তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে আচমকা উঠে দাঁড়িয়ে তাঁকে গুলি করেন মণীশ। তারপর গুলি করেন নিজের শরীরেও। দরবেশের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানে প্রকাশ, দুজনের মধ্যে কোনও ব্যাপারে কথাকাটাকাটি হয়। তারপরই মেজাজ হারিয়ে আচমকা মণীশ পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দেন।