লখনউ ও কলকাতা:  উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফল ঘিরে বুধবার সকাল থেকেই উত্তাল দেশের রাজনীতি। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপির সামনে চিন্তার কালো মেঘ। যত সময় গড়িয়েছে তত পিছিয়ে পড়েছে বিজেপি।

প্রসঙ্গত, গোরক্ষপুর কেন্দ্র, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় বলে পরিচিত, সেখানে এসপি-বিএসপি  এভাবে বিজেপিকে কড়া টক্কর দিতে পারে, সেটা বোধহয় কেউই আশা করতে পারেনি। এখনও গোরক্ষপুর, ফুলপুর কেন্দ্রের ফল ঘোষণা না হলেও, রেজাল্টের ট্রেন্ড দেখে বিরোধীরা সেখানে জিতে গিয়ে ধরে নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর মতে এই জয় আসলে শেষের শুরু......। মায়াবতী-অখিলেশ যাদবকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।




গোরক্ষপুর কেন্দ্রে নবম রাউন্ডের শেষে ১৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। এই কেন্দ্র থেকে পাঁচবার দাঁড়িয়েছেন যোগী আদিত্যনাথ। এদিকে ফুলপুর কেন্দ্রে, ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছে সপা। গোরক্ষপুর কেন্দ্রে সপার টিকিটে লড়ছেন নিষাদ পার্টি প্রধান সঞ্জয় নিষাদের ছেলে প্রবীণ কুমার নিষাদ। ওই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়ছেন উপেন্দ্র শুক্লা এবং কংগ্রেসের হয়ে লড়ছেন সুর্হিতা চ্যাটার্জী করিম।

ফুলপুর কেন্দ্রে বিএসপির সঙ্গে জোট বেঁধে নগেন্দ্র সিংহ পটেলকে প্রার্থী করেছে সপা।