যোগীর মতে, মহাপুরুষের জন্মদিনে ছুটি নিষ্প্রয়োজন। সেদিন বরং বিশেষ ২ ঘণ্টার অনুষ্ঠান করা হোক, যাতে পড়ুয়ারা তাঁর ব্যাপারে বিশদে জানতে পারে। বিআর আম্বেডকরের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বলেছেন এ কথা।
তাঁর কথায়, শিশুদের মহাপুরুষদের জীবন সম্পর্কে শিক্ষালাভ করতে উৎসাহ দেওয়া উচিত, দেশের প্রতি তাঁদের অবদান সম্পর্কে শেখানো উচিত। অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের মূল্যে রাজনীতি করার বিরোধী ছিলেন বাবাসাহেব।
একইসঙ্গে তিনি জানান, তাঁর সরকার প্রাথমিক স্তরের পড়ুয়াদের বিনা মূল্যে ইউনিফর্ম ও বই, খাতা দেবে। তাঁর আমলে রাজ্যে কোনওরকম ভেদাভেদ আর অবিচার হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।