উত্তরপ্রদেশ: লকডাউনের নির্দেশ অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন উত্তরপ্রদেশের স্বঘোষিত মহিলা ধর্মগুরুর। পুলিশ বাধা দিলে তলোয়ার নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার।
কোভিড করোনাভাইরাস থাবা বসাচ্ছে বিশ্বের একের পর এক দেশে। বাদ যায়নি ভারতও। গত ২৪ মার্চ গোটা দেশে অন্তত ৩ সপ্তাহের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ অনুযায়ী, লকডাউনের সময় কোনও জায়গায় জমায়েত নিষিদ্ধ। করোনাভাইরাস আটকাতে এই মুহূর্তে সামাজিক দূরত্ব তৈরি করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই ২১ দিনের এই লকডাউন। আর এর মধ্যেই সামনে এল স্বঘোষিত মহিলা ধর্মগুরুর ‘দাদাগিরি’-র ছবি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওই মহিলা ধর্মগুরু হাতে খোলা তলোয়ার নিয়ে পুলিশকে হুমকি দিচ্ছে। লকডাউনের নির্দেশ অমান্য করেই তার বাড়িতে জড়ো হয় শতাধিক অনুগামী। দেওরিয়ার পূর্ব মেহতার এই অঞ্চল থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে লখনউ শহর। এই ঘটনায় এখনও অবধি ওই মহিলা গুরু সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেওরিয়া পুলিশ প্রধান শ্রীপতি মিশ্র জানিয়েছেন, ‘দুষ্ট আত্মাকে তাড়ানোর নাম করে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পুলিশ গিয়ে কথা বলে ওই জমায়েত সরানোর চেষ্টা করে ও লোকজনকে বাড়ি ফিরে যেতে বলে। তখনই বাড়ি থেকে বেরিয়ে এসে খোলা তলোয়ার নিয়ে পুলিশকে হুমকি দেয় ওই মহিলা। বাধ্য হয়ে মহিলা সহ অনুগামীদের গ্রেফতার করতে হয়।’ পুলিশ সূত্রে আরও খবর, ওই মহিলার নামে এফআইআরও দায়ের করা হয়েছে।