মউ (উত্তরপ্রদেশ): এক বিবাহিত মহিলাকে টানা ১৫ দিন ধর্ষণ করে তাঁর গোপনাঙ্গ অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। রামকান্ত যাদব নামে লোকটি তাঁর স্বামীর বন্ধু বলে দাবি মহিলার। তাঁকে অপহরণ করে আটকে রেখে লোকটি তাঁর ওপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ মহিলার কৌঁসুলির।
গতকাল অপহরণকারীর কব্জা থেকে পালিয়ে এসে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। প্রথমে হলধরপুর থানার পুলিশকর্মীরা নাকি মহিলার বাড়ি কোতোয়ালি থানার অধীন এলাকায় পড়ে, এহেন কারণ দেখিয়ে অভিযোগ শুনতেই চায়নি। তারা সাহায্য না করায় তিনি যান কোতোয়ালি থানায়। তবে সেখানেও নাকি মহিলার অভিযোগকে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি।পরে অবশ্য পুলিশ অভিযোগ লিপিবদ্ধ করে। মহিলার শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
মহিলাকে ১৫ দিন ধরে ধর্ষণ, অ্যাসিডে গোপনাঙ্গ পুড়িয়ে দিল স্বামীর বন্ধু!
Web Desk, ABP Ananda
Updated at:
13 May 2017 01:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -