বুলন্দশহর: এক হিন্দু তরুণীকে নিয়ে পালিয়ে গিয়েছিল এক তরুণ। এর জেরে ওই তরুণের এক দূরসম্পর্কের আত্মীয়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। একদল উন্মত্ত জনতার মারে মৃত্যু হয় ৪৫ বছরের গুলাম মহম্মদের। উত্তরপ্রদেশে বুলন্দশহরে গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। এই ঘটনাতে হিন্দু যুবা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহতের পরিবার। পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত জেলাশাসক অরবিন্দ কুমার বলেছেন, গত ২৭ এপ্রিল সোহির ১৯ বছরের তরুণ ইউসুফ ফজলপুর গ্রামের ১৮ বছরের এক হিন্দু তরুণীকে অপহরণ করেছিল বলে অভিযোগ। গুলাম ইউসুফের দূর সম্পর্কের আত্মীয়। গত মঙ্গলবার হামলাকারীরা একটি আম বাগানে গুলামকে দেখতে পায়। সেখান থেকে তাঁকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে বেদম মারধর করে প্রায় ১০ জনের হামলাকারী দল। মারের চোটে মৃত্যু হয় গুলামের।
এডিএম বলেছেন, আক্রমণকারীরা গুলামের কাছ থেকে ইউসুফের হদিশ জানতে চেয়েছিল।
এসপি (শহর) মান সিংহ চৌহান জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
হিন্দু যুবা বাহিনীর সদর দফতর গোরখপুরে। ২০০২-এ এই হিন্দুত্ববাদী সংগঠন গড়ে তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এখন অবশ্য ওই সংগঠন থেকে নিজের দূরত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।কিন্তু হিন্দু যুবা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে।
গত মাসে হিন্দু যুবা বাহিনীর কর্মীরা মীরাটে একটি বাড়িতে ঢুকে ভিনধর্মের এক তরুণ-যুগলকে নিগ্রহ ও মারধর করেছিল বলে অভিযোগ।
উত্তরপ্রদেশে পিটিয়ে খুন, হিন্দু যুবা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিহতের পরিবারের
ABP Ananda, web desk
Updated at:
03 May 2017 04:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -