লখনউ: আমেরিকার মিয়ামি বিমানবন্দরে বারবার ফোন, বিস্ফোরণে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন বাহিনীর (এটিএস) হাতে আটক ১৮ বছরের যুবক। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন এটিএসের আইজি অসীম অরুণ।
তিনি বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ১০০০ মার্কিন ডলার অর্থমূল্যের বিটকয়েন কিনে পরে বুঝতে পারে সে ঠকেছে। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআইয়ের কাছে নালিশ করে সে। কিন্তু তাদের তরফে প্রত্যাশিত জবাব না আসায় সে বারবার মিয়ামি বিমানবন্দরে ফোন করে হুমকি দেয়, আমি একে-৪৭, গ্রেনেড, আত্মঘাতী বেল্ট নিয়ে আসছি, সবাইকে মারব।
নাম-পরিচয় প্রকাশ করা হয়নি তার।
এফবিআইয়ের লোকজন তার সঙ্গে কথা বলে, কিন্তু ২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত লাগাতার সে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে হুমকি দিয়েই যেতে থাকে বলে জানান আইজি। তবে আইপি অ্যাড্রেসের ভিত্তিতে তাকে খুঁজে বের করা হয়। জেরায় সে ফোন করে হুমকি দেওয়ার কথা মেনে নেয়।
পুলিশকর্তাটি জানান, তার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হবে। তবে ফৌজদারি দণ্ডবিধির ৪১ এ ধারায় তাকে গ্রেফতার করার প্রয়োজন নেই।
বিটকয়েন কিনে ঠকে গিয়ে মার্কিন বিমানবন্দরে ফোন করে বিস্ফোরণের হুমকি, উত্তরপ্রদেশ থেকে আটক অভিযুক্ত
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2018 06:22 PM (IST)

দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -