লখনউ: ছেলে নয়, জন্মেছে মেয়ে। এই 'অপরাধে' উত্তরপ্রদেশের সম্ভলে স্ত্রীকে তালাক দিতে চলেছেন স্বামী, শুরু করেছেন আবার বিয়ের তোড়জোড়। মহিলা এ ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশকে তিনি বলেছেন, ৪ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের ৮ মাসের মাথায় বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য হন তিনি। পণের দাবিতে শ্বশুরবাড়ির লোক তাঁকে রোজ মারধর করত, এমনকী বহুবার খুনেরও চেষ্টা হয়। মেয়ের জন্ম দেওয়ার পর আরও খারাপ হয় পরিস্থিতি। তাঁর সন্তান বা তিনি- কাউকে ফিরিয়ে নিতে চায় না শ্বশুরবাড়ির লোক। স্বামীও জানিয়ে দিয়েছেন তাঁকে তালাক দিয়ে তিনি আবার বিয়ে করবেন।

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগকারিণীর অনুরোধ, যত দ্রুত সম্ভব বন্ধ করুন এই তিন তালাক প্রথা।

অল্পদিন আগে প্রধানমন্ত্রী তিন তালাককে খারাপ সামাজিক প্রথা বলে অভিহিত করেন। বলেন, সামাজিক জাগরণের সঙ্গে এ ধরনের প্রথা নির্মূল করা সম্ভব।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও যত দ্রুত সম্ভব তিন তালাকের উচ্ছেদ চেয়েছেন।

যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, দেশের বেশিরভাগ মুসলমানই তিন তালাকের পক্ষে, শরিয়ায় কোনওরকম হস্তক্ষেপ তারা মানবে না।