নয়াদিল্লি: দলিতের বাড়ি গিয়ে তাদের আনা খাবারের বদলে বাইরের দোকান থেকে 'ফাইভ স্টার' খানা আনিয়ে খেলেন উত্তর প্রদেশের মন্ত্রী। সুরেশ রানা নামে ওই বিজেপি সরকারের মন্ত্রীর আচরণে বিস্ময়, ক্ষোভ ছড়িয়েছে।
সোমবার রাত তখন ১১টা। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে আচমকা আলিগড়ের লোহাগড়ের রজনীশ কুমার সিংহের বাড়ি হাজির হন রানা। বিজেপি দলিত সমাজের কাছে পৌঁছনোর কর্মসূচি নিয়েছে। তাতে দলিতের ঘরে রাত কাটাতে হবে বিজেপি নেতা, মন্ত্রীদের। যেসব গ্রামে দলিতরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে যেতে বলা হয়েছে সব দলীয় সাংসদ, বিধায়কদের।




রজনীশ জানান, মন্ত্রীমশাইয়ের আসার কোনও আগাম খবর ছিল না তাঁর কাছে। হঠাত আসা অতিথিদের জন্য রাতে খাবার, জল, চামচ, থালাবাসনের আয়োজন করতে হয় বাইরে থেকে। ডাল মাখানি, মটর পনির, পোলাও, তন্দুরি রুটি, ক্ষীর, গুলাব জামুনের বন্দোবস্ত করেন তিনি। কিন্তু রানা নাকি সেসব ছুঁয়েও দেখেননি। বাইরের দোকান থেকে পছন্দের ফাইভ স্টার খাবার আনার বন্দোবস্ত করেন।
যদিও ইচ্ছা করেই দলিত পরিবারের আয়োজন করা খাবার না খাওয়ার অভিযোগ অস্বীকার করে রানা সাফাই দেন, তাঁর সঙ্গে ১০০-র বেশি লোক ছিল, সেজন্যই তিনি বাইরের দোকান থেকে খাবারের ব্যবস্থা করতে বলেন। রানা এও বলেন, দলিত পরিবারটি আমি যাব, জানত। ওদের ভিতরের ঘরে বসে ওদের আনা খাবারও খেয়েছি।