মেরঠ: বর্তমানে তিন তালাক নিয়ে জাতীয় স্তরে যে বিতর্ক চলছে, তারমধ্যেই মেরঠের এক মহিলা সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন। এতদিন মুসলিম স্বামীরা তাঁদের স্ত্রীর সঙ্গে বনিবনা না হলে তাঁদের তিন তালাক দিয়ে সম্পর্ক থেকে অব্যহতি পেতেন। এবার অত্যাচারী স্বামীর হাত থেকে মুক্তি পেতে এক স্ত্রী তাঁর স্বামীকে তিন তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন।


২৪ বছর বয়সি আমরিন বানুর দাবি, তাঁর স্বামী তাঁকে এমন ভাবে মেরেছেন, যে তাঁর গর্ভস্থ সন্তান পর্যন্ত নষ্ট হয়ে যায়। ২০১২ সালে আমরিন ও তাঁর বোন ফারহিনের সঙ্গে সাবির ও শাকিরের বিয়ে হয়। বিয়ের অল্প কিছুদিন পর থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার। গত বছর সামান্য ঝামেলাকে কেন্দ্র করে ফারহিনকে তালাক দেন তাঁর স্বামী। এরপর দুই বোনকেই তাঁদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এমনকি পুলিশেও অভিযোগ দায়ের করেছেন আমরিন। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর স্বামী তাঁর এবং তাঁর সন্তানদের রক্ষণবেক্ষণের জন্যে এক পয়সাও দেন না। এমনকি একই অভিযোগ রয়েছে ফারহিনের স্বামীর বিরুদ্ধেও।

তাই মুসলিম সমাজে যে তিন তালাকের প্রচলন রয়েছে, সেটাকে অনুসরণ করে প্রকাশ্যেই স্বামীকে তিন তালাক দিতে চান আমরিন। এই ঘটনা জানাজানির পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।