নয়াদিল্লি: দেশের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করার ভাবনা কেন্দ্রের নেই বলে জানিয়ে দেওয়া হল লোকসভায়। এটা বাধ্যতামূলক করা হচ্ছে কিনা, এহেন প্রশ্নের উত্তরে লোকসভায় দেওয়া বিবৃতিতে স্পিকারকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়া বলেন, না ম্যাডাম। এ ব্যাপারে কী করণীয়, ঠিক করতে হবে রাজ্যগুলিকেই।


শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর উল্লেখ করে তিনি বলেন, এতে একমাত্র জম্মু ও কাশ্মীর বাদে দেশের বাকি সর্বত্র প্রাথমিক শিক্ষা শেষ হওয়া পর্যন্ত ৬ থেকে ১৪ বছর বয়সি প্রতিটি শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা আছে। ওই আইনের ২৯ (২) (এ) অনুচ্ছেদে সংবিধানে উল্লেখ করা মূল্যবোধের সঙ্গে সাযুজ্য রেখে ব্যবস্থা নেওয়ার ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারাই কী পড়ানো হবে, ঠিক করবে, মূল্যায়ন পদ্ধতিও স্থির করবে তারা।


মন্ত্রী এও বলেন, ভারতীয় সংবিধানের ৫১-এ (এ) অনুসারে সংবিধান মেনে চলা, তার আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতকে শ্রদ্ধা করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য। যেহেতু শিক্ষা এ দেশে কেন্দ্র, রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয় ও অধিকাংশ স্কুলই রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনের আওতায় পড়ে, অতএব দেশের সংবিধান ও শিক্ষা অধিকার আইনের বিধিগুলি পালন করা নিয়ে তাদেরই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।