নয়াদিল্লি: ২০১৭ সালে দেশের যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনা দেখা গিয়েছে, সেই তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ। আজ লোকসভায় এমনই জানাল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির জানিয়েছেন, গত বছর দেশে ৮২২টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশেই ১৯৫টি হিংসার ঘটনা ঘটেছে।

গত বছর সাম্প্রদায়িক হিংসার ঘটনার তালিকায় দ্বিতীয় স্থানে কর্ণাটক। সেখানে ১০০টি হিংসার ঘটনা ঘটেছে। রাজস্থানে ৯১টি, বিহারে ৮৫টি এবং মধ্যপ্রদেশে ৬০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। লক্ষ্যণীয়ভাবে, এই রাজ্যগুলির মধ্যে কর্ণাটক ছাড়া সবকটিতেই ক্ষমতায় আছে বিজেপি বা এনডিএ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৬ সালেও উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। সে বছর এই রাজ্যে ১৬২টি হিংসার ঘটনা ঘটেছিল। কর্ণাটকে ১০১টি, মহারাষ্ট্রে ৬৮টি, বিহারে ৬৫টি এবং রাজস্থানে ৬৩টি হিংসার ঘটনা ঘটেছিল। ধর্মীয় কারণ ছাড়াও জমি ও সম্পত্তি নিয়ে বিবাদ, মহিলাদের উপর অত্যাচার, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিবাদ সহ বিভিন্ন কারণে হিংসা ছড়িয়েছে।