উন্নাও: বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। উত্তরপ্রদেশের উন্নাওয়ের সিকান্দারপুর সারাউসি-র সরকারি স্কুলে পরিদর্শনে এসে তাজ্জব হয়ে গেলেন জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র কুমার পান্ডে। একটি বই থেকে ইংরেজি পড়তে শিক্ষকদের বলেন তিনি। কিন্তু দুই শিক্ষক ওই কয়েকটা লাইন পড়তে গিয়েই হোঁচট খেলেন। এরপর ম্যাজিস্ট্রেট ওই দুই শিক্ষককে সাসপেন্ড করতে বেসিক শিক্ষা আধিকারিক (বিএসএ)-কে নির্দেশ দেন। গত ২৮ নভেম্বর ওই স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট।





বিএসএ প্রদীপ কুমার পান্ডে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ডিএম দেবেন্দ্র কুমার পান্ডে পরিদর্শনে এসেছিলেন। আমিও ওই পরিদর্শনে ছিলাম। ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে পড়ুয়াদের যখন হিন্দি পড়তে বলা হয়, তখন অধিকাংশ পড়ুয়াই পড়তে সক্ষম হয়। কিন্তু ইংরেজি পড়তে বলা হলে তারা তা পারেনি। এমনকি, কয়েকজন শিক্ষকও ইংরেজি পড়তে পারেননি। ডিএম শিক্ষকদের কাছে জানতে চান, তাঁরা নিজেরাই যেখানে ইংরেজি পড়তে পারেন না, সেখানে পড়ুয়াদের তাঁরা কী শেখাবেন।