লখনউ:  জোড়া যমজ সন্তান এখন সারা দুনিয়ার বহু জায়গাতেই জন্মাচ্ছে। অনেক সময় সঠিক অস্ত্রোপচার এবং চিকিত্সা হলে, সেই সমস্ত বাচ্চারা বেঁচেও যাচ্ছে। কিন্তু সেই জন্যে দরকার টাকা। এছাড়া সেই সব শিশুদের বাবা-মাকেও একটু সচেতন হতে হয়।

সম্প্রতিই উত্তরপ্রদেশে এক ৩২ বছর বয়সি মহিলা এরকম জোড়া যমজ সন্তানের জন্ম দেন। ভাগ্যক্রমে তিনি সেই সন্তানের জন্ম অস্ত্রোপচার নয়, স্বাভাবিক ভাবেই দিতে সক্ষম হয়েছেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরই আচমকা হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন  সেই মহিলা। শিশুগুলোর অন্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতঙ্গ এবং পা আলাদা হলেও, মায়ের সঙ্গে তারা জুড়ে রয়েছে একটিমাত্র নাড়ির মাধ্যমে। আর সেই কারণেই এরা দুর্বল হয়েছে। এখনই সদ্যোজাত দুটিকে বাঁচাতে অস্ত্রোপচার প্রয়োজন। ডাক্তারদের ধারণা হয়তো সন্তানদের এই অবস্থায় দেখে ঘাবড়ে গেছেন মা। সেইজন্যেই তিনি পালিয়ে গেছেন। উত্তরপ্রদেশের যে হাসপাতালে শিশু দুটির জন্ম হয়েছে, সেখানকার চিকিত্সকরা মহিলাকে বাচ্চা দুটিকে এইমস-এ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কাউকে কিছু না বলে তিনি হাসপাতাল থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় অবাক ডাক্তাররা।