লখনউ: উত্তরপ্রদেশ থেকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় কাজ করতে গিয়েছিলেন কয়েকজন যুবক। সেখানে তাঁদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে বাধ্য করা হত বলে ওই যুবকদের অভিযোগ।
উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিংহ বলেছেন, বাগপত ও সাহারানপুর জেলার ছয় যুবকের অভিযোগ যে, তাঁদের পাথর ছুঁড়তে বাধ্য করা হত। এই ঘটনায় বীতশ্রদ্ধ হয়ে তাঁরা ফিরে এসেছেন।
মাসে ২০ হাজার টাকা বেতনে পুলওয়ামায় দর্জির কাজ করতে গিয়েছিলেন ওই ছয় যুবক।
ডিজি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই বিবেচনা করছে পুলিশ। সন্ত্রাসদমন বিভাগ বিষয়টি তদন্ত করে দেখবে।
বাগপতের পুলিশ সুপার জয় প্রকাশও এমন একটি ঘটনার কথা জানিয়েছেন। নাসিম নামে ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, তাঁকে ও আরও কয়েকজনকে পুলওয়ামার একটি কারখানায় রাখা হয়েছিল। একবার ওই শ্রমিকরা পাথর ছোঁড়ার ক্ষেত্রে অংশগ্রহণ করেছিল। নাসিমকেও পাথর ছুঁড়তে বলা হয়। কিন্তু তিনি তা অস্বীকার করেন এবং ওই জায়গা থেকে পালিয়ে আসেন।