নয়াদিল্লি: আজ ২০১৭ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষিত হল। প্রথম হয়েছেন হায়দরাবাদের অনুদীপ দূরিশেট্টি। দ্বিতীয় স্থানে হরিয়ানার শোনিপতের অনু কুমারী এবং তৃতীয় সচিন গুপ্ত।

ওবিসি অনুদীপ বিআইটিএস, পিলানি থেকে বিই (ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন) ডিগ্রি অর্জন করেন। তিনি এখন রাজস্ব বিভাগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কর্মরত।

অনু দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক হন। এরপর আইএমটি নাগপুর থেকে এমবিএ (ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং) করেছেন।

আজ ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইটে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, তাতে ৯৯০ জনের নাম আছে। তার মধ্যে ৪৭৬ জন সাধারণ পরীক্ষার্থী, ২৭৫ জন ওবিসি, ১৬৫ জন তফশিলি জাতি এবং ৭৪ জন তফশিলি উপজাতির।