নয়াদিল্লি: দুর্নীতি মোকাবিলায় লোকপাল নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের প্রধান বিচারপতিদের নিয়ে গঠিত এক উচ্চপর্যায়ের কমিটির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিল কংগ্রেস। 'বিশেষ আমন্ত্রিত' হিসেবে কমিটির বৈঠকে যোগদানের প্রস্তাব ফেরালেন লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়্গে বলেছেন, লোকপাল বাছাইয়ে পরিকল্পিতভাবে বিরোধীদের মতামতকে অগ্রাহ্য করতে তাঁকে বিশেষ আমন্ত্রিত হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৩-র লোকপাল ও লোকায়ুক্ত আইন অনুসারে, নির্বাচক কমিটিতে বিরোধী দলনেতা থাকবেন। কিন্তু খাড়্গে বিরোধী দলনেতার মর্যাদা পাননি। কারণ, কংগ্রেসের লোকসভায় আসন সংখ্যা বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আসনের থেকে কম। তাই তিনি ওই কমিটির অংশ নন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁকে বিশেষ আমন্ত্রিত হিসেবে এদিনের বৈঠকে আমন্ত্রণ জানায়। খাড়্গের দাবি, এক্ষেত্রে ২০১৩-র লোকপাল ও লোকায়ুক্ত আইন মর্মবস্তুকে অগ্রাহ্য করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী দলের থেকে কোনওরকম অর্থবহ ও গঠনমূলক যোগদানের পরিবর্তে সরকার শুধুমাত্র 'কাগুজে নিয়ম' পালনের পথ বেছে নিয়েছে।
কংগ্রেস দলনেতা আরও বলেছেন, দুর্নীতি দমন সংক্রান্ত নজরদার নিয়োগের ক্ষেত্রে সরকার আন্তরিক হলে আইনের সংশোধনী বিলের আকারে অর্ডিন্যান্স জারি করা উচিত।
খাড়্গের অভিযোগ, অন্যান্য আইনের ক্ষেত্রে ব সংশোধনী এলে 'বিরোধী দলনেতা'র পরিবর্তে 'বৃহত্তম বিরোধী দলের নেতা' করা হলেও লোকপাল আইনের ক্ষেত্রে তা করা হয়নি।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়্গে আরও বলেছেন, যোগদান সংক্রান্ত কোনও অধিকার, নিজের বক্তব্য নথিভূক্তকরণ এবং ভোটাভুটিতে অংশগ্রহণের সুযোগ যেখানে থাকছে না, সেখানে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিতি চোখে ধুলো দেওয়ার মতোই। এভাবে সরকার নির্বাচন প্রক্রিয়ায় বিরোধীদলের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরতে চায়।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকার লোকপাল নির্বাচক কমিটির বৈঠক ডাকে।
খাড়্গে বলেছেন, এভাবে লোকপাল নির্বাচনে বিরোধী দলের ভূমিকাকে খাটো করে সরকার লোকপাল নিয়োগের লক্ষ্য ও মর্মবস্তুকে ধুলিস্যাত্ করতে চায়।
খাড়্গের দাবি, সরকারের এই পদক্ষেপ অদূরদর্শী এবং দেশ গঠনের ভাবধারাকেই ক্ষুন্ন করেছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও রাজনীতিসুলভ আচরণ আশা করা হয়।