রায়গড়: মহারাষ্ট্রের রায়গড়ে মোরা এলাকায় শুল্ক বিভাগের নৌ ও পুলিশ বিভাগ একটি অপরিচিত নৌকার খোঁজ পায়। ৭ তারিখের এই ঘটনায় রহস্যময় ওই নৌকাটিকে তাড়া করে ধরেও ফেলে তারা। কিন্তু নৌকার আরোহীরা পালিয়ে যায় ততক্ষণে। এখন উরনে সন্দেহভাজনদের চলাফেরার খবর সামনে আসার পর দুই ঘটনায় যোগ আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।
৭ সেপ্টেম্বর শুল্ক বিভাগের মেরিন ও পুলিশ বিভাগ মোরার কাছে ওই অপরিচিত নৌকাটিকে চলাফেরা করতে দেখতে পায়। তাড়া করায় নৌকাটি ঢুকে পড়ে অগভীর জলে। তখন স্থানীয় পুলিশকেও ডেকে নেয় শুল্ক দফতর। নৌকাটিকে পাওয়া যায় কিন্তু নৌকার আরোহীরা আগেই চম্পট দিয়েছিল। জানা গেছে, কোনও রেজিস্ট্রেশন না থাকা নৌকাটি যথেষ্ট শক্তপোক্ত।
বৃহস্পতিবার উরনে ২ স্কুলপড়ুয়া রহস্যময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখার পর মোরার ওই পরিত্যক্ত নৌকা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। উরনের সন্দেহভাজনদের সঙ্গে ওই নৌকার কোনওরকম যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
২৬/১১-র ঘটনায় জড়িত জঙ্গিরাও জলপথেই পাকিস্তান থেকে ঢুকেছিল মুম্বইয়ে। ফলে মোরা উপকূলের পরিত্যক্ত ওই নৌকার সঙ্গে সম্ভাব্য বিপদের যোগ উড়িয়ে দিতে পারছে না ভারত। মহারাষ্ট্র সরকার এ ব্যাপারে ডিজিপি-র কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে।
উরন সতর্কতা: মহারাষ্ট্রের রায়গড়ে রহস্যজনক নৌকা, তদন্তে পুলিশ
ABP Ananda, Web Desk
Updated at:
23 Sep 2016 01:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -