নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক একটি টেলিভিশন চ্যানেলে রাম সেতু নিয়ে যে অনুষ্ঠানের প্রোমো সম্প্রচার করা হয়েছে, তাতে এ বিষয়ে বিজেপি-র অবস্থানই প্রমাণ হল বলে দাবি করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাম সেতু রামেরই বানানো কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করায় তিনি ইউপিএ সরকারকেও আক্রমণ করেছেন। আইনমন্ত্রী বলেছেন, ‘রাম সেতু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ। বিজেপি দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে, গবেষণা সেটাকেই সমর্থন করেছে। যাঁরা হলফনামা পেশ করেছিলেন, তাঁদের এখন ব্যাখ্যা দেওয়া উচিত।’

ওই মার্কিন চ্যানেলে রাম সেতু বিষয়ক অনুষ্ঠানের প্রোমোতে দেখানো হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষায় ইঙ্গিত মিলেছে, ভারত ও শ্রীলঙ্কার সংযোগকারী সেতু নিয়ে যে প্রাচীন হিন্দু জনশ্রুতি আছে, সেটা সত্যি হতে পারে। নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রে ৩০ মাইল অঞ্চল জুড়ে সারি দিয়ে পাথর আছে। পাথরগুলি সাত হাজার বছর পুরনো। সেগুলি চার হাজার বছরের পুরনো বালির উপর আছে। ভূবিজ্ঞানী এরিন আর্জিল্যানের মতে, এই সেতু প্রাকৃতিক নয়। মানুষই সেতুটি তৈরি করেছিল।

এই প্রোমো সম্প্রচারিত হওয়ার পরেই এ বিষয়ে নতুন করে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। রেলমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ‘হিন্দুধর্মকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কংগ্রেস সবসময়ই দ্বিধাগ্রস্ত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি, এবার রামসেতু নিয়ে বিতর্কের নিষ্পত্তি হল। আমাদের রামসেতুকে শ্রদ্ধা জানানো উচিত এবং এটির কোনও ক্ষতি হতে দেওয়া উচিত নয়।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু রামসেতু প্রসঙ্গে এই নয়া তত্ত্ব সম্পর্কে বলেছেন, ‘বিজেপি বরাবরই এ কথা বলে আসছে।’