নয়াদিল্লি: ইসলামিক স্টেট ভারতের জনপ্রিয় পর্যটনস্থলগুলোয় হামলা চালাতে পারে। তাই সাবধান থাকুন। এ দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের প্রতি এই সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। তারা বলেছে, ভারতে পশ্চিমী নাগরিকরা যে সব জায়গায় বেশি ঘোরাফেরা করেন, সেই জায়গাগুলো আইএস টার্গেট হতে পারে।

বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিককালে ভারতীয় সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে, আইএস ভারতকে তাদের নিশানা করতে চায়। তাই ভারতে পশ্চিমীদের মধ্যে জনপ্রিয় জায়গা যেমন ধর্মীয় স্থান, বাজার ও উৎসবস্থলগুলোয় হামলা চালাতে পারে তারা। তাই মার্কিন নাগরিকদের যথেষ্ট সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এর আগেও মার্কিন বিদেশ মন্ত্রক তাদের নাগরিকদের প্রতি যে নির্দেশিকা জারি করে, তাতে বলা হয়েছিল, ভারতে জঙ্গি হামলার আশঙ্কা সব সময় রয়েছে। হরকত উল জিহাদি ইসলামি, হরকত উল মুজাহিদিন, ইন্ডিয়ান মুজাহিদিন, জৈশ ই মহম্মদ ও লস্কর ই তৈবার মত জঙ্গি গোষ্ঠীগুলো এ দেশে সক্রিয়।