লখনউ: মারা গেলেন উত্তরপ্রদেশের করোনা আক্রান্ত মন্ত্রী। উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী কমল রানি বরুণের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছিল। রবিবর লখনউয়ে মৃত্যু হয়েছে তাঁর।
গত ১৮ জুলাই যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী কমল রানি বরুণের করোনা টেস্ট পজিটিভ এসেছিল। মারণ ভাইরাসের বিরুদ্ধে তাঁর লড়াই থামল লখনউয়ের একটি হাসপাতালে। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।
কমল রানি বরুণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রয়াত মন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন কমল রানি বরুণ।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে বক্তৃতা রিট্যুইট করেছিলেন প্রয়াত মন্ত্রী। সেইসঙ্গে গতকাল   রাজ্যসভা সাংসদ অমর সিংহর প্রয়াণেও শোকপ্রকাশ করেছিলেন। এই দুটি ছিল তাঁর শেষ পোস্ট।