লখনউ: উত্তরপ্রদেশের ১৬টি পুরনিগমের মেয়র পদের জন্য ভোটগণনায় ব্যাপক সাফল্য বিজেপির। ক্ষমতায় আসার যোগী আদিত্যনাথ তাঁর প্রথম পরীক্ষায় ভালোভাবেই উতরে গেলেন। গণনায় অন্যদের প্রথম থেকেই পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। ১৬টি নিগমের মেয়র পদের ১৪টিতেই জিতেছে রাজ্যের ক্ষমতাসীন দল। বিএসপি জয়ী ও এগিয়ে ২টিতে। এসপি আর কংগ্রেস খাতাই খুলতে পারেনি।
ভোটে দলের জয়ের কৃতিত্ব যোগী আদিত্যনাথ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পাশাপাশি কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে খোঁচা দিতেও ছাড়েননি যোগী। তিনি বলেছেন, গুজরাতে যারা ভোটের প্রচারে বড় বড় কথা বলছে, বিজেপির এই জয়ে তাদের চোখ খুলে যাওয়া উচিত।
অমেঠিতে কংগ্রেসের হারকেও তীব্র কটাক্ষ করে যোগী বলেছেন, অমেঠিতে তো বটেই কংগ্রেস রাজ্যের অন্যান্য জায়গাতেও খাতা খুলতে পারেনি।
বিজেপি জিতেছে অযোধ্যা, বারাণসী, গোরখপুর, লখনউ, মীরাট, এলাহাবাদ, গাজিয়াবাদ, বরেলি, মুরাদাবাদ, আগ্রা, ঝাঁসি, কানপুর,মথুরা,ফিরোজাবাদে। আলিগড়ে জিতেছে বিএসপি, এগিয়ে মেরঠে।
অমেঠিতে নগর পঞ্চায়েতে এগিয়ে বিজেপি। রাহুল গাঁধীর সংসদীয় কেন্দ্রে কংগ্রেস চতুর্থ স্থানে নেমে গিয়েছে কংগ্রেস।
গোরক্ষপুরের ৬৮ নং ওয়ার্ডে বিজেপিকে হারিয়ে জয়ী নির্দল প্রার্থী। এই ওয়ার্ডেই রয়েছে গোরক্ষনাথ মন্দির।
উত্তরপ্রদেশ পুর ভোট ২০১৭: মেয়র পদে ১৬টির মধ্যে ১৪ টিতেই জয়ী বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2017 11:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -