লখনউ: তিন তালাক প্রথা রদ করার দাবি, পাল্টা দাবি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে এবার নয়া মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিন তালাক প্রথাকে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করে এটি বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন তিনি। দেশে অভিন্ন দেওয়ানি নীতি চালু করারও দাবি জানিয়েছেন আদিত্যনাথ।
তিন তালাক প্রথার পক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদের পাশাপাশি এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়া ব্যক্তিদেরও আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যারা তিন তালাক বিতর্কে কোনও কথা বলছেন না, তাঁরা আসলে অপরাধীদেরই সমর্থন করছেন। আদিত্যনাথের প্রশ্ন, কিছু মানুষের মুখ কেন বন্ধ? দেশ যখন এক তখন আইন কেন এক নয়? বিয়ে সংক্রান্ত আইন কেন আলাদা?
লখনউয়ে আজ এক অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরকে নিয়ে লেখা একটি বই উদ্বোধন করেন আদিত্যনাথ। সেখানেই তিনি তিন তালাক নিয়ে এই মন্তব্য করেছেন। গতকাল ভুবনেশ্বরে বিজেপি জাতীয় কার্যনির্বাহী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিন তালাকের ফলে মুসলিম মহিলারা কষ্ট পাচ্ছেন। সরকার চায় না তাঁরা কষ্ট পান। এরপর আজ আদিত্যনাথের মন্তব্য এ বিষয়ে বিতর্ক উস্কে দিল।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তিন তালাকের তুলনা যোগী আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2017 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -