বরেলি: রাজ্যের সব টোল প্লাজায় বিধায়ক ও সাংসদদের জন্য ভিআইপি লেন চালু করার নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। ১৫ তারিখ রাজ্যের সব জেলাশাসককে চিঠি দিয়ে অতিরিক্ত মুখ্যসচিব সদাকান্ত বলেছেন, ট্র্যাফিক জ্যামে যাতে বিধায়ক ও সাংসদদের আটকে পড়তে না হয়, সেটা নিশ্চিত করার জন্য জাতীয় ও রাজ্য সড়কগুলিতে টোল প্লাজায় ভিআইপি লেন চালু করতে হবে। তাঁদের কাছ থেকে টোল ফি-ও আদায় করা যাবে না। এই চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতা করবে বলেই আশা করছে উত্তরপ্রদেশ সরকার।
যোগী আদিত্যনাথ সরকারের এই নির্দেশে অবশ্য আমলারা খুশি নন। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার কথা বলছে। কিন্তু এই সিদ্ধান্ত তার উল্টো। এক উচ্চপদস্থ আমলা বলেছেন, বিধায়করা টোল ফি না দেওয়ার দাবি জানাচ্ছিলেন। তাঁদের সেই দাবিই মেনে নিল সরকার। এর ফলে টোল প্লাজা কর্তৃপক্ষের সমস্যা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিরিক্ত জেলাশাসক বলেছেন, সাংসদ ও বিধায়করা দিল্লি বা লখনউ যাওয়ার সময় তাঁদের সঙ্গে অন্তত চার-পাঁচটি গাড়ি থাকে। বিধায়ক ও সাংসদদের টোল ফি থেকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের সঙ্গে থাকা অন্য গাড়িগুলিও টোল ফি দিতে চায় না। টোল প্লাজার কর্মীরা ফি চাইলে নেতাদের অনুগামীরা অভদ্র আচরণ করেন। ফলে আইন-শৃঙ্খলার সমস্যা হয়। মে মাসে পিলভিটে ফি চাওয়ায় টোল প্লাজার কর্মীদের মারধর করেছিলেন বিজেপি বিধায়ক মহেন্দ্র যাদব ও তাঁর অনুগামীরা। রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে এই ধরনের ঘটনা বাড়ার আশঙ্কা থাকছে।
উত্তরপ্রদেশের টোল প্লাজাগুলিতে বিধায়ক, সাংসদদের জন্য ভিআইপি লেন
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2017 12:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -