আজমগড় ও নয়াদিল্লি: চারদিনের ব্যবধানে দুদুটি ট্রেন দুর্ঘটনার জেরে ইস্তফা দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশোক কুমার মিত্তল। গত শনিবারই উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে  বড়সড় দুর্ঘটনা ঘটে। মারা যান ২৩ জন। আহত হন ১৫৬। এর চারদিন পরই বার অউরিয়ায় লাইনচ্যুত হল কৈফিয়ত এক্সপ্রেস।


এভাবে একের পর এক দুর্ঘটনার জেরে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলি কেন্দ্রকে নিশানা করছে। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব মুজফ্‌ফরনগরে দুর্ঘটনার পর সুরেশ প্রভুর পদত্যাগ দাবি করেছিলেন।

মুজফ্‌ফরনগরে দুর্ঘটনার পর রেল বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল। উত্তর রেলওয়ে চিফ ট্রাক ইঞ্জিনিয়ারকে বদলি করেছিল।



এদিকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অশ্বানি লোহানিকে রেল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মিত্তল সরে যাওয়ায়।

রেলমন্ত্রী সুরেশ প্রভু সাম্প্রতিক পরপর রেল দুর্ঘটনার দায় মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র পাঠানোর ইচ্ছা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যে ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি লোহানিকে বসানোর সিদ্ধান্ত জানায়।

মিত্তল গতকাল রাতে প্রভুকে পদত্যাগপত্র পাঠান, তা গৃহীত হয় এদিন সকালে।

রেলওয়ে মেকানিকাল সার্ভিসের অফিসার লোহানি অতীতে দিল্লির ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার পদে কাজ করেছেন। আইটিডিসি-র চেয়ারম্যান পদের পাশাপাশি রাজধানীর রেল মিউজিয়ামের ডিরেক্টরও ছিলেন।

উল্লেখ্য, মুজফ্ফরনগরের পর এবার অউরিয়া, চারদিনের মধ্যে উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের দশটি কামরা। কমপক্ষে ৭৫ যাত্রীর আহত হয়েছেন।

রেলসূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, পাটা ও আচলদা স্টেশনের মাঝে রেল লাইনের উপর উল্টে পড়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারে দ্রুতগতির কৈফিয়ত এক্সপ্রেস। এরপরেই লাইনচ্যুত হয় কামরাগুলি।

জানা গেছে, ওই জায়গায় রেলের কাজের জন্যই বালি নিয়ে আসছিল ডাম্পারটি। কিন্তু লাইনে একটি ডাম্পার উল্টে পড়ে রয়েছে, সেইখবর কেন ট্রেনের চালক ও গার্ডকে দেওয়া হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে উদ্ধারকাজের তদারকি করছেন বলে জানিয়েছেন সুরেশ প্রভু।





দুর্ঘটনার পর হেল্পলাইন নম্বর দিয়েছে রেলওয়ে-
ইলাহাবাদ- 0532-1072, 2408149, 2408128, 2407353
কানপুর- 0512-1072, 2323015, 2323016, 2323018
মির্জাপুর- 05442-1072, 220095, 220096, 220097
চুনার- 05443-1072, 222487, 222137, 290049

দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ।

গত শনিবারই উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে  বড়সড় দুর্ঘটনা ঘটে। পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ২৩টি কামরার মধ্যে ১৪টি  লাইনচ্যুত হয়। ওই ঘটনায় মারা যান ২৩ জন। আহত হন ১৫৬। এর দিন কয়েকের মধ্যেই এই দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ব্যবস্থা।