লখনউ: লালবাতি গেছে তো হয়েছে কী! ভিআইপি কালচার তো রয়েই গিয়েছে। আর এই কারণেই সংকটে পড়লেন লখনউয়ের একটি হাসপাতালের রোগীরা। গত শুক্রবার উত্তরপ্রদেশের খাদি গ্রামোদ্যোগ মন্ত্রী সত্যদেব পচৌরি লখনউয়ের আর্য়ুবির্জ্ঞান সংস্থানে। এই সময় মন্ত্রীর রক্ষী ভেতরে যাওয়া মাত্রই তাঁর পিস্তল এমআরআই মেশিনে আটকে যায়।
হাসপাতালে পরৌরির এমআরআই পরীক্ষা করা হয়।এ জন্য তাঁকে যেখানে ওই মেশিন রয়েছে সেই রুমে নিয়ে যাওয়া হয়। নিয়ম অনুসারে, ওই রুমে ধাতব কোনও কিছু নিয়ে যাওয়া যায় না। মন্ত্রীর রক্ষী প্রথমে রুমের বাইরেই ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্মীদের আপত্তির তোয়াক্কা না করেই সটান ভেতরে ঢুকে পড়েন রক্ষী। আর সেখানে ঢোকা মাত্রই এমআরআই মেশিনের চৌম্বকীয় আকর্ষণ রক্ষীর পিস্তল টেনে নেয়। সেটি মেশিনে আটকে যায়। তারপর থেকে মেশিন অচল হয়ে পড়ে। সমস্যায় পড়েন রোগীরা।
জানা গেছে, মেশিন ফের চালু করতে ১০ দিন সময় লাগবে এবং এ জন্য ৪০-৫০ লক্ষ টাকা খরচ হবে।
হাসপাতাল সূত্রের খবর, পিস্তলে গুলি ভরা ছিল। তাই সেটি সরাতে সমস্যার মুখে পড়তে হয়। লোহিয়া আয়ুর্বিজ্ঞান সংস্থানের নির্দেশক দীপক মালবীয় জানিয়েছেন, এ ধরনের মেশিন লখনউতে খুবই কম রয়েছে। এ জন্য রোগীদের সমস্যায় পড়তে হয়েছে।
এমআরআই মেশিনে আটকে গেল যোগীর মন্ত্রীর রক্ষীর পিস্তল, লোকসান ৪০-৫০ লক্ষ টাকা
ABP Ananda, web desk
Updated at:
04 Jun 2017 10:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -