শোনভদ্র: রেলমন্ত্রী বদলালেও বদলায়নি ছবিটা। ফের রেল দুর্ঘটনা। এবারও উত্তরপ্রদেশে। লাইন কাটা থাকলেও সিগন্যাল সবুজ। উত্তরপ্রদেশের শোনভদ্রের ওবরায় লাইনচ্যুত হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা। চালকের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইন কাটা দেখেই ট্রেনের গতি কমিয়ে দেন শক্তিপুঞ্জ এক্সপ্রেসের চালক। যার ফলে ট্রেন লাইনচ্যুত হলেও কেউ হতাহত হননি।
রেলমন্ত্রকের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, সকাল ৬.২৫ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সমস্ত যাত্রীদের ট্রেনের বাকি কামরাগুলিতে তুলে দেওয়া হয়। সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি রওনা দেয়। সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন সাক্সেনা।
এক মাসের মধ্যে এটি তৃতীয় রেল দুর্ঘটনা।গত ২৩ আগস্ট আজমগঢ় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ সাতটা কামরা লাইলচ্যুত হয়। এই দুর্ঘটনায় ৭৪ জন আহত হয়েছিল। উত্তরপ্রদেশের আউরিয়া জেলায় এই দুর্ঘটনা ঘটেছিল।
এর আগে গত ১৯ আগস্ট উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলিতে কলিঙ্গ উত্কল এক্সপ্রেসের ১২ টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়। আহত হন ৯৭ জনের বেশি।
ফের রেল দুর্ঘটনা, উত্তরপ্রদেশে লাইনচ্যুত শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭ কামরা, সুরক্ষিত সব যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2017 09:19 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -