লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভায় পাওয়া সন্দেহজনক সাদা গুঁড়ো বিস্ফোরক ছিল না। আগ্রার এক ফরেনসিক ল্যাব এ কথা জানিয়েছে।
যদিও যোগী আদিত্যনাথ সরকার ওই রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, প্রাথমিক তদন্তেই পরিষ্কার, ওই গুঁড়ো আর কিছু নয়, পিইটিএনের মত শক্তিশালী বিস্ফোরক।
১২ তারিখ উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার আসনের কাছ থেকে মিলেছিল কাগজের ঠোঙায় ভরা ওই পাউডার। রাজ্য সরকার দাবি করে, তা সাধারণ পাউডার নয়, ভয়াবহ প্লাস্টিক বিস্ফোরক, নাম পিইটিএন। ফরেনসিক পরীক্ষার জন্য তা পাঠানো হয় হায়দরাবাদ ও আগ্রার ল্যাবরেটরিতে।
আগ্রা ল্যাবের ৪ জন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, ওই গুঁড়ো বিস্ফোরক ছিল না। বিস্ফোরক বিশেষজ্ঞও ছিলেন পরীক্ষকদের মধ্যে। ওই রিপোর্ট তাঁরা পাঠান পুলিশ আধিকারিকদের কাছে। কিন্তু সরকার রিপোর্টের সঙ্গে সহমত নয় দেখে আধিকারিকরা মুখ বন্ধ রেখেছেন। তাঁদের দাবি, রিপোর্ট এখনও হাতে আসেনি।
যোগী সরকার আবার বলছে, ওই পাউডার পরীক্ষার জন্য পাঠানোই হয়নি আগ্রার ল্যাবরেটরিতে, কারণ সেখানে এই পরীক্ষার যন্ত্রপাতি নেই। লখনউয়ের ফরেনসিক ল্যাব ১৪ তারিখ পরীক্ষা করে জানায়, ওই পাউডার বিস্ফোরক।
কাগজে মোড়া গুঁড়ো পাওয়ার পর মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এতে জঙ্গিদের হাত রয়েছে বলে মন্তব্য করেন। এনআইএ দিয়ে ঘটনার তদন্তেরও দাবি করেন তিনি। এই মুহূর্তে এনআইএ ও উত্তরপ্রদেশ এটিএস এ ব্যাপারে তদন্ত করছে।
উত্তরপ্রদেশ বিধানসভায় মেলা গুঁড়ো বিস্ফোরক নয়, বলল ল্যাবরেটরি, রিপোর্ট মানতে নারাজ রাজ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2017 10:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -