আলিগড়: মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত তিন তালাক প্রথা নিয়ে বিতর্কের মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। উত্তরপ্রদেশের আলিগড়ে ফতিমা নামে এক মহিলাকে তাঁর স্বামী মাঝরাস্তায় তিন তালাক দিলেন। ন্যায়বিচার চেয়ে এবার আইনি লড়াই শুরু করেছেন ওই অন্তঃসত্ত্বা মহিলা।
ফতিমা বিহারের ভাগলপুরের বাসিন্দা। বছর খানেক আগে উত্তরপ্রদেশের আলিগড়ের ইয়ামিন নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু গত কিছুদিন আগে থেকে ইয়ামিন ফতিমার ওপর অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। এক মাস আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ফতিমা। এরপর থেকে শ্বশুরবাড়ি থেকে এসে নিজের বাবা-মায়ের সঙ্গে ছিলেন তিনি।
পুলিশের কাছে ফতিমা অভিযোগ দায়ের করায় প্রচণ্ড ক্ষুব্ধ হন ইয়ামিন। এরমধ্যে কয়েকদিন আগে রাস্তায় ফতিমাকে দেখতে পেয়ে তিন বার তালাক বলে সম্পর্ক চুকিয়ে দেন ইয়ামিন। ফতিমা তিন মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় সুবিচারের আর্জি জানিয়ে পুলিশ থেকে শুরু করে সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন। है.
মাঝরাস্তায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে তিন তালাক স্বামীর
ABP Ananda, web desk
Updated at:
20 Apr 2017 12:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -