লখনউ: মার্চে ট্রেনে করে বাড়ি ফেরার সময় তাঁর গলায় অ্যাসিড ঢেলে দেয় দুষ্কৃতীরা। সদ্য মুখ্যমন্ত্রী হওয়া যোগী আদিত্যনাথ হাসপাতালে চিকিৎসাধীন মহিলাকে দেখতে গিয়েছিলেন। রাজ্য তাঁকে ক্ষতিপূরণ দেয়, গ্রেফতারও হয় দুই অভিযুক্ত। সারাক্ষণ তাঁর সঙ্গে পুলিশ পাহারা ছিল। তারপরেও গতকাল রাতে ওই মহিলার ওপর আবার অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতীরা।


মহিলার বয়স বছর পঁয়ত্রিশ। চাকরি করেন লখনউয়ের একটি কাফেতে, যাতে অ্যাসিড আক্রান্তরাই কাজ করেন। থাকেন আলিগঞ্জে একটি হোস্টেলে। সারাক্ষণ সঙ্গে পুলিশ পাহারা থাকে, এমনকী হস্টেলের ভেতরেও তাঁর জন্য থাকেন সশস্ত্র প্রহরী। গতকাল রাত আটটা থেকে নটার মধ্যে ওই মহিলা হোস্টেলের বাইরের হ্যান্ডপাম্প থেকে জল নিতে আসেন। সে সময় কেউ এসে তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়।

তাঁর মুখের ডান দিক অ্যাসিডে পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জমি নিয়ে বিবাদের জেরে ২ সন্তানের মা এই মহিলা ২০০৮ সালে গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় ২ জন গ্রেফতার হয়, তাদের বিচার চলছে। কিন্তু তাঁর যন্ত্রণা তাতে শেষ হয়নি। ৩ বছর পর ২০১১-য় তাঁর ওপর অ্যাসিড হামলা চলে। ২০১৩-য় ফের অ্যাসিড ছোঁড়া হয় তাঁর ওপর।

এ বছর মার্চে লখনউয়ের কর্মস্থল থেকে রায় বেরিলিতে নিজের বাড়ি ফেরার সময় ট্রেনের মধ্যে তাঁর গলায় অ্যাসিড ঢেলে দেয় দুই দুষ্কৃতী। তারপর আবার গতকালের ঘটনা।