দেহরাদুন: ঝমঝমে বৃষ্টির রাতে অসুস্থ বাচ্চার চিকিত্সার জন্য কারও সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত খোদ মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে ফোন করে সাড়া পেলেন উত্তরাখণ্ডের এক মহিলা।
গতকাল রাতে প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়েও পাননি উত্তরকাশীর পুরোলা এলাকার সুনালি গ্রামের মীরা নামে ওই মহিলা। বুঝতে পারছিলেন না, কী করবেন, কার কাছে যাবেন।
তবে শেষ পর্যন্ত এক প্রতিবেশীর পরামর্শেই অনেক দ্বিধা নিয়ে ভয়ে ভয়ে রাত এগারটা নাগাদ ফোন করেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বিপদে পড়া মহিলার কথা ধৈর্য্য ধরে শুনে নিয়ে উত্তরকাশীর জেলাশাসক আশিস কুমার শ্রীবাস্তবকে অবিলম্বে যাবতীয় সহায়তার নির্দেশ দেন।
জেলাশাসক পুরোলার এসডিএম শৈলেন্দ্র সিংহ নেগিকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে ওই মহিলা ও তাঁর বাচ্চাকে নিয়ে যেতে বলেন। আধ ঘন্টার মধ্যেই নেগি সুনালি গ্রামে পৌঁছে যান। তিনি মহিলা ও তাঁর সন্তানকে নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে যান। সেখানে প্রাথমিক চিকিত্সার পরই বাচ্চাটি ক্রমশ সুস্থ হতে থাকে।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মীরা ও তাঁর স্বামী।
এই প্রথম নয়, এ মাসের গোড়ায় রাস্তায় দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকেও কনভয় থামিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পাঠান তিনি।
রাত ১১ টায় ফোন, মহিলার অসুস্থ সন্তানের চিকিত্সার ব্যবস্থা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jul 2017 09:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -