শ্রীনগর: রাজ্যকে উন্নয়নের রাস্তায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছে উত্তরাখণ্ডের কংগ্রেস সরকার। তাই এখানকার মানুষ দলে দলে পাড়ি দিচ্ছেন ভিনরাজ্যে। আজ উত্তরাখণ্ডে বিধানসভা ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযোগ করলেন।
প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখণ্ডে পর্যটন ও সে সংক্রান্ত শিল্পের বিরাট সম্ভাবনা রয়েছে। কিন্তু সে দিকে নজরই দেয়নি হরিশ রাওয়াত সরকার। উত্তরাখণ্ড, ছত্তিসগঢ় ও ঝাড়খণ্ড- তিন রাজ্যের ছাড়পত্রই একসঙ্গে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। কিন্তু বাকি দু’রাজ্য উত্তরাখণ্ডকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। মাও সমস্যা থাকা সত্ত্বেও ছত্তিসগঢ়ের বিজেপি সরকার রাজ্যকে উন্নয়নের পথে দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। অনগ্রসর ঝাড়খণ্ডেও বিনিয়োগকারীদের আনছে বিজেপি সরকার। তাহলে উত্তরাখণ্ড পিছিয়ে রয়েছে কেন। প্রধানমন্ত্রী দাবি করেছেন, উত্তরাখণ্ডের পর্যটন সম্ভাবনা ও ওষধি সম্পদের উন্নয়নে তাঁর বিশাল পরিকল্পনা রয়েছে। তিনি চান, গোটা বিশ্বের পর্যটকরা এ রাজ্যের আতিথ্য গ্রহণ করুন। তাঁর প্রতিশ্রুতি, রাজ্যের মানুষ যদি বিজেপিকে জিতিয়ে আনেন, তবে দেবভূমির চেহারা বদলে যাবে।
সরকার বাঁচানোর জন্য বিধায়কদের সমর্থন কিনতে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের টাকা লেনদেন নিয়ে আলোচনার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর বিদ্রূপ, দেবভূমিকে ‘লুটভূমি’-তে পরিণত করার জন্য রাওয়াতের লজ্জা পাওয়া উচিত। পাহাড়ি মানুষ রুজির খোঁজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। অথচ রাওয়াত দেখেও দেখছেন না। যোগের সুবিপুল ঐতিহ্য, পর্যটন ও ওষধি ক্ষেত্রে এত সম্পদশালী রাজ্যের মানুষ কেন পেট চালাতে অন্যত্র যেতে বাধ্য হবেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর কথায়, হরিদ্বার ও ঋষিকেশের মত শহরকে যোগশিক্ষার আন্তর্জাতিক গন্তব্য করে তোলা যেতে পারে। গন্তব্যে পৌঁছনো সহজ করতে পাহাড় দিয়ে যেতে পারে রেললাইন। ১২,০০০ কোটি টাকার রাস্তা তৈরির প্রকল্প ‘চারধাম’-এ হাত দিয়েছে কেন্দ্র। এটি শেষ হলে রাজ্যের পর্যটন শিল্প অত্যন্ত উপকৃত হবে।
কংগ্রেসের আমলে কাজ নেই তাই মানুষ রাজ্য ছাড়ছেন, উত্তরাখণ্ডে ভোটপ্রচারে এসে অভিযোগ মোদীর
ABP Ananda, Web Desk
Updated at:
12 Feb 2017 06:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -