দেরাদুন: রাজ্যের মাদ্রাসাগুলিতে সংস্কৃত পাঠ শুরু করার কথা ভাবছে উত্তরাখণ্ডের মুসলমান সম্প্রদায়। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পাঠ্যক্রম শুরু হতে পারে। এর ফলে আয়ুর্বেদ ও যোগ সহজে শেখা যাবে বলে তারা মনে করছে।
দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল ও উধম সিংহ নগরের ২০৭টি মাদ্রাসা দেখাশোনা করে মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি। এগুলিতে পড়াশোনা করে ২৫,০০০-এর কাছাকাছি ছাত্রছাত্রী। এই সোসাইটি মাদ্রাসায় সংস্কৃত পঠনপাঠন শুরুর ব্যাপারে এই প্রস্তাব দিয়েছে। মাদ্রাসায় সংস্কৃত শিক্ষক নিয়োগ করার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে তারা চিঠি দিয়েছে।
সোসাইটি জানিয়েছে, চিরাচরিত ধর্মীয় শিক্ষা ছাড়াও তারা এখন মাদ্রাসায় হিন্দি, ইংরেজি, বিজ্ঞান ও অঙ্কের পাঠ দিচ্ছে। যদি বিদেশি ভাষা ইংরেজি ছাত্রছাত্রীরা শিখতে পারে, তবে একটি প্রাচীন ভারতীয় ভাষা শিখতে আপত্তিটা কোথায়। তা ছাড়া যোগ ও আয়ুর্বেদের ওপর এখন যেভাবে জোর দেওয়া হচ্ছে, তাতে এ ব্যাপারে বিশেষজ্ঞের চাহিদা দ্রুত বাড়বে। আর আয়ুর্বেদ শিক্ষা দাঁড়িয়েই রয়েছে সংস্কৃতের ওপর। সংস্কৃত শিখে মুসলিম ছাত্ররা চিকিৎসা বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে বলে আশা করছে তারা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরাখণ্ডের মাদ্রাসায় মুসলিম পড়ুয়াদের এবার থেকে পাঠ্য সংস্কৃত
ABP Ananda, Web Desk
Updated at:
31 Dec 2017 10:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -