নয়াদিল্লি: দিল্লিতে ফের বিদেশিনীকে গণধর্ষণের অভিযোগ। উজবেক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রেমিক। দক্ষিণ দিল্লির মাসুদপুর এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই উজবেক মহিলা। অভিযোগ, ১০ মার্চ তাঁর ফ্ল্যাটে আসেন প্রাক্তন প্রেমিক অনুভব যাদব ও তার চার শাগরেদ। মহিলাকে মারধর করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলার দাবি, অনুভবের সঙ্গে তাঁর চার বছরের প্রেমের সম্পর্কে সম্প্রতি চিড় ধরে। তারপর থেকেই অনুভব তাঁকে উত্যক্ত করছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই গ্রেফতার করা হয় তাঁর প্রাক্তন প্রেমিককে। ওই যুবকের এক সঙ্গীকেও সনাক্ত করেছেন অভিযোগকারিণী। তার নাম গৌরব ভাটিয়া। বাকি তিনজনকে তিনি এর আগে দেখেননি বলে জানিয়েছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।
মহিলার দাবি, ফ্ল্যাটে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। এরফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপরই পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে। জ্ঞান ফিরে আসার পর তিনি নিজেকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান এবং পেটে প্রচন্ড যন্ত্রণা অনুভব করেন। কোনওক্রমে একটি বেসরকারি হাসপাতালে গেলেও ভয়ে চিকিত্সা করাতে পারেননি বলে জানিয়েছেন ওই মহিলা।
ঘটনার কয়েকদিন পর সাহস সঞ্চয় করে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই মহিলা জানিয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাঁর সঙ্গে অনুভবের আলাপ হয়েছিল। দিল্লিতে আসার আগে তিনি গুজরাতের সুরাটে থাকতেন। দিল্লি আসার পর অনুভবের সঙ্গে তাঁর দেখা-সাক্ষাত্ শুরু হয়। দুই সপ্তাহ আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে বিদেশিনীকে গণধর্ষণ, গ্রেফতার প্রাক্তন প্রেমিক
ABP Ananda, web desk
Updated at:
16 Mar 2017 10:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -