নয়াদিল্লি :  বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন পুলওয়ামা সন্ত্রাসের উপযুক্ত জবাব, বললেন ভারতীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। শুক্রবার ২৬/১১ তে হওয়া মুম্বই সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুম্বাই শহর সন্ত্রাসের পর স্বাভাবিক ছিল। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন নির্দিষ্ট দিনে করার অনুপ্রেরণা তিনি পেয়েছেন মুম্বই থেকেই।

বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মারা যান প্রায় ৪০ জন সিআরপিএফ সেনা জওয়ান। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে সিআরপিএফ কনভয়ে।

দিল্লি ও বারাণসীর মধ্যে সংযোগসাধন করবে ভারতের প্রথম আধা-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার পতাকা নাড়িয়ে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারত এক্সপ্রেস নির্মাণের পিছনের যারা ছিলেন তাদের কৃতজ্ঞতা জানান তিনি।

পীযূষ গয়াল সহ রেলমন্ত্রকের পদস্থ অফিসারেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে গয়াল বলেন, ২৬/১১-র সন্ত্রাসবাদী হামলার পর মুম্বাইয়ের সাধারণ মানুষ যেভাবে নিজেদের নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, সেভাবেই বন্দে ভারত এক্সপ্রেস নির্দিষ্ট দিনে জনগণের সেবায় নিবেদিত হল। আর এটাই হল সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় উত্তর।

গয়াল আরও বলেন,ভারতীয় জওয়ান ও ভারতীয় জনগণ তাদের সামনে নতজানু হবে না।   দেশ ও সৈন্যরা সন্ত্রাসবাদীদের যোগ্য উত্তর দিতে সক্ষম।

৯ ঘন্টা ৪৫ মিনিটে দিল্লি থেকে বারাণসী পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার প্রথম এই ট্রেন গন্তব্যে যাত্রা করবে। কানপুর ও এলাহবাদ স্টেশানে থাকবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন।