নয়াদিল্লি: রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষার দিক থেকে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে সওয়াল করে সমালোচিত বিজেপি এমপি বরুণ গাঁধী। একটি হিন্দি দৈনিকে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, ভারতের অবশ্যই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত। যদিও তার আগে দেশের সুরক্ষা সংক্রান্ত দিকটিও খতিয়ে দেখে নিশ্চিত হতে হবে।

বিজেপি সাংসদের এহেন বক্তব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, জাতীয় স্বার্থকে যিনি গুরুত্ব দেন, তিনি কখনই এমন কথা বলবেন না!
আহিরের মন্তব্যের পর বরুণ ট্যুইট করেন, ভারতের শরণার্থী নীতির ওপর প্রাথমিক ভাবে আলোকপাত করা হয়েছে। 'কীভাবে আমরা উদ্বাস্তুদের গ্রহণ করব', সে ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে সেখানে। রোহিঙ্গাদের ক্ষেত্রে আমি সহানুভূতি দেখানোর কথা বলেছি। প্রতিটি আশ্রয়প্রার্থীকে জাতীয় নিরাপত্তার দিক থেকে বিচার করে আশ্রয় দেওয়া হোক।

প্রসঙ্গত, গতকালই বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পাশ করিয়ে রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশকে ত্রাণ পাঠিয়ে দায়িত্ব পালন করেছে, পাশাপাশি ১২৫ কোটি দেশবাসীর নিরাপত্তার জন্য অভ্যন্তরীণ সুরক্ষাও সুনিশ্চিত করেছে।

রোহিঙ্গা উদ্বাস্তুদের 'বেআইনি' অনুপ্রবেশকারীর তকমা দিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছে, ওদের কেউ কেউ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও আইসিস-এর মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির 'নোংরা' ছকে জড়িত থাকতে পারে। আর
ওই গোষ্ঠীগুলি ভারতে থাকলে জাতীয় নিরাপত্তা 'ভয়াবহ' বিপদের মুখে পড়বে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গারা উদ্বাস্তু নন, ভারতে 'বেআইনি অনুপ্রবেশকারী', ওদের ভারত থেকে বের করে দেওয়া হবে।