লখনউ: রেলমন্ত্রী বদলালেন, ভারতীয় রেলের ভবিতব্য বদলাল না। সুরেশ প্রভুর পর পীযূষ গোয়েলের আমলেও দুর্ঘটনায় পড়ল ট্রেন। আজ ভোরে উত্তরপ্রদেশের বান্দায় পটনাগামী ভাস্কো দা গামা এক্সপ্রেসের ১৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৩ জন মারা গিয়েছেন, আহতের সংখ্যা ৮।

গোয়া থেকে পটনা যাচ্ছিল ট্রেনটি। আজ ভোর ৪টে ১৮ মিনিট নাগাদ বান্দা এলাকায় ঘটে ওই দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেললাইনে ফাটল থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় মানিকপুর স্টেশন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। লাইনচ্যুত হওয়ার ফলে উল্টে যায় একটি বগি। ইঞ্জিনের একেবারে পিছনের বগি দুর্ঘটনার শিকার হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে উদ্ধার কাজ। মৃত ৩ জনের মধ্যে রয়েছে দীপক প্যাটেল নামে একটি শিশু। দীপক ও তার বাবা রামস্বরূপ প্যাটেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও এক যাত্রী।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। গুরুতর আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

এই দুর্ঘটনার মাত্র ঘণ্টা বারো আগে আমেঠির কাছে পাহারাহীন লেভেল ক্রসিংয়ে একটি বোলেরো গাড়ির সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়, আহত হন ২ জন। বরযাত্রীদের নিয়ে যাচ্ছিল ওই বোলেরো গাড়িটি, পথে ঘটে দুর্ঘটনা।