নয়াদিল্লি:  বাবার জন্যে মেয়েদের ভালবাসা সীমাহীন, তা আরও একবার প্রমাণ করলেন গুরগাঁওবাসী ২৫ বছরের বীনা।যকৃৎ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বীনার বাবা। বাবাকে বাঁচাতে যকৃৎ দান করলেন দুই সন্তানের মা বীনা।

অস্ত্রোপচারটি হয়েছে গুরগাঁওয়ের মেডান্টা হাসপাতালে। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বীনার বাবা রবি প্রকাশ ত্রিপাঠী। সফল অস্ত্রোপচারের পর এখন হাসপাতালে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে রবি প্রকাশের। বীনার এই অস্ত্রোপচার হতে এগারো ঘন্টা লেগেছে।

২৫ বছরের বীনার দুটি সন্তান রয়েছে। এক সন্তানের বয়স তিন বছর এবং অপর সন্তানের বয়স দেড় বছর। বীনার স্বামী উত্তরপ্রদেশের চানদাউলি জেলার একটি স্কুলের কম্পিউটারের শিক্ষক। বীনার স্বামী এবং শ্বশুরবাড়ির লোক বীনার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, এবং সবসময় তাঁর পাশে ছিলেন।