কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের পৌরোহিত্যে হওয়া বোর্ডের বৈঠকে এমনই একগুচ্ছ প্রস্তাব এসেছে।
বৈঠকের মিনিটস থেকে দেখা যাচ্ছে, উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে মিড ডে মিলে নিরামিষ পদের ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রদেশের স্কুলশিক্ষা রাষ্ট্রমন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন, স্কুলে পড়ুয়াদের ইয়েস স্যার বা ম্যাম বলার রীতি বন্ধ করে জয় হিন্দ বলা শুরু হোক, সব স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করতে হবে।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মাকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা অতীতের সাফল্যে গর্বিত। কিন্তু অতীত কখনও আরও কিছু করা থেকে বিরত রাখেনি আমাদের। আমরা মূল্যবোধভিত্তিক শিক্ষা চালু ও তাকে জোরদার করতে কিছু কি করতে পারি? এনসিইআরটির উচিত মূল্যবোধ ও সংস্কৃতি নির্ভর শিক্ষা চালু করতে সিলেবাসের খোলনলচে বদল করা।