নয়াদিল্লি: দিনকয়েক আগেই পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের 'নিরাপদ আশ্রয়দাতা দেশে'র তালিকাভুক্ত করেছে আমেরিকা। লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি যে গত বছরও পাক ভূখণ্ডে কাজকর্ম চালিয়ে গিয়েছে, ট্রেনিং দিয়েছে, চাঁদা তুলেছে, রিপোর্টে বলেছে মার্কিন বিদেশ দপ্তর।
সেই প্রেক্ষাপটেই রবিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু। সে বছর পাকিস্তানি সেনার ভয়াবহ নৃশংসতার যোগ্য জবাব দিয়েছিল ভারত। ১৩ দিনের যুদ্ধের শেষে পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে, ভূমিষ্ঠ হয় বাংলাদেশ।
রবিবার ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের শহিদদের স্মরণে প্রতি বছরের মতোই অনুষ্ঠিত কার্গিল পরাক্রম প্যারেডে প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী পাকিস্তানের মনে রাখা উচিত, ১৯৭১-এ কী ঘটেছিল বলে মন্তব্য করেন।
বলেন, আমাদের প্রতিবেশী দেশটি অশান্ত হয়ে পড়েছে। অন্যদের শান্তিতে থাকতে দিতে চায় না, কিন্তু ওদের বোঝা উচিত, আমরা একজোট। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই পাল্টা ঘুরে দাঁড়াতে ঐক্যবদ্ধ। পাকিস্তান যেন মনে রাখে যে, কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। ভারতে কাউকে কাশ্মীরের এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
ভারত শান্তিপ্রিয় দেশ বলে জানিয়ে তিনি বলেন, প্রতিবেশীদের সবার সঙ্গেই আমরা ভাল সম্পর্ক চাই। কিন্তু তাদেরও একই ভাবে সাড়া দিতে হবে। প্রতিবেশী দেশটি বোঝার চেষ্টা করুক যে, সন্ত্রাসবাদে মদত, সমর্থন দিয়ে ওদের কোনও লাভই হবে না। ১৯৭১-এ কী হয়েছিল, যেন মনে রাখে ওরা।
সন্ত্রাসে মদত দিয়ে লাভ হবে না, পাকিস্তান যেন মনে রাখে, ১৯৭১-এ কী হয়েছিল: বেঙ্কাইয়া
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2017 02:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -