নয়াদিল্লি: সম্প্রতি তফশিলি জাতি ও উপজাতি (এসসি/এসটি) আইন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার ফলে এই বিধি লঘু হয়ে গিয়েছে এবং দেশের বড় ক্ষতি হয়েছে বলে দাবি করল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে এই ‘ভুল’ সংশোধন করারও আর্জি জানিয়েছে সরকার।


আজ সুপ্রিম কোর্টে লিখিতভাবে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে ১৯৮৯ সালের এসসি/এসটি অত্যাচার প্রতিরোধী আইনের ফাঁক পূরণ করেনি। তার বদলে বিচারবিভাগীয় পদ্ধতিতে এই আইন সংশোধন করা হয়েছে।এই রায়ে এসসি/এসটি আইনের বিধি শিথিল হয়ে গিয়েছে। এর ফলে দেশের বড় ক্ষতি হয়েছে। এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই রায়ের ফলে দেশে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ক্রোধ, অস্বস্তি ও পারস্পরিক বিরোধও দেখা দিয়েছে। আমাদের দেশে লিখিত সংবিধান আছে। এই সংবিধান বিচার বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা আলাদা করে দিয়েছে। এই কাঠামো লঙ্ঘন করা যাবে না।’

গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট রায় দেয়, এসসি/এসটি আইনে কোনও অভিযোগ দায়ের হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যাবে না। আগে সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে। তারপর প্রয়োজন মনে করলে তবেই গ্রেফতার করা যাবে। এই রায়ের প্রতিবাদে এ মাসের ২ তারিখ ভারত বনধের ডাক দেয় দলিতদের বিভিন্ন সংগঠন। সেই বনধের দিন দেশের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। অন্তত আটজনের মৃত্যু হয় এবং শতাধিক ব্যক্তি জখম হন।

সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্র। যদিও শীর্ষ আদালত রায় বদল করতে রাজি হয়নি। সেই কারণে ফের আবেদন জানিয়েছে কেন্দ্র।