নয়াদিল্লি: প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার আগে অবসরপ্রাপ্ত ও কর্মরত অফিসারদের তা খতিয়ে দেখার নির্দেশ দিল সেনাবাহিনী।


যদিও, সেনা-নির্দেশিকায় কোনও বিশেষ ইস্যুকে উল্লেখ করা হয়নি। তদাপি, সাম্প্রতিককালে একাধিক বর্তমান এবং প্রাক্তন সেনা অফিসার এক র‌্যাঙ্ক এক পেনসন সহ একাধিক বিবাদমান বিষয়ে মুখ খুলেছেন। সেনা-নির্দেশিকা সেইদিকেই ইঙ্গিত করছে বলেই মনে করা হচ্ছে।


গতকাল, এই নির্দেশিকা সেনার অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল পাবলিক ইনফরমেশন (এডিজিপিআই) –এর টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রক বা সেনার বিভিন্ন সদরের লেটারহেডে যে তথ্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, তার কিছুটা অসত্য।


[embed]https://twitter.com/adgpi/status/925666016859906048[/embed]

নির্দেশিকায় বলা হয়েছে, কখনও, পুরনো ছবি ব্যবহার করে তা নতুন বলে চালানো হচ্ছে। এটা পরিষ্কার যে, ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুল তথ্য সরবরাহ করে বিশেষ অভিসন্ধি চরিতার্থ করার অপচেষ্টা চলছে। অধিকাংশ ক্ষেত্রে যার উৎস প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হচ্ছে।


নির্দেশিকার মাধ্যমে অফিসার ও অবসরপ্রাপ্তদের পরামর্শ দিয়ে সেনা জানিয়েছে, প্রকাশ বা মন্তব্য করার আগে যাবতীয় তথ্যের সত্যতা যাচাই করে দেখতে। যদিও, একইসঙ্গে এ-ও বলা হয়েছে, এই নির্দেশিকার অর্থ এই নয় যে, অবসরপ্রাপ্তদের সেনার সমালোচনা করার অধিকার থেকে বঞ্চিত করা। সেনার মতে, জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়োজনে যে কোনও বিষয়ে সুস্থ সমালোচনা করা যেতেই পারে।