নয়াদিল্লি:  দেশে ‘বিভেদমূলক’ ও ‘নীতি পুলিশগিরি’র ঘটনায় গভীর উদ্বিগ্ন প্রাক্তন সমরকর্মীরা। দলিত ও মুসলিমদের যেভাবে আক্রমণের নিশানা করা হচ্ছে, তার তীব্র নিন্দা করেছেন তাঁরা। পুরো বিষয়টি নিয়ে নিজেদের চিন্তা-উদ্বেগের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ওই প্রাক্তন কর্মীরা।   চিঠিতে ১১৪ জন প্রাক্তন সমরকর্মী স্বাক্ষর করেছেন। তাঁরা বলেছেন, গোরক্ষকদের তাণ্ডব এবং মুসলিম ও দলিতদের নিশানা করার ঘটনা তাঁদের এই চিঠি লিখতে বাধ্য করেছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের কাছেও ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে।

ওই প্রাক্তন সমরকর্মীরা বলেছেন, এ ধরনের ঘটনা দেশের সংবিধান ও সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আঘাত করে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির উন্মত্ত তাণ্ডবের বিরুদ্ধে গড়ে ওঠা নাগরিক আন্দোলন ‘নট ইন মাই নেম’-এর প্রতিও ওই প্রাক্তনীরা তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন।

গত ৩০ জুলাই লেখা ওই চিঠিতে বলা হয়েছে, হিন্দধর্মের স্বষোঘিত রক্ষাকর্তাদের দ্বারা সার্বিকভাবে সমাজের ওপর নজিরবিহীন হামলার ঘটনা ঘটছে। মুসলিম ও দলিতদের এভাবে নিশানা করার আমরা নিন্দা করি।

চিঠিতে সংবাদমাধ্যম, নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়, সাংবাদিক, শিক্ষাবিদদের স্বাধীন মতামত প্রকাশের অধিকারে হস্তক্ষেপেরও নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, দেশবিরোধী তকমা দিয়ে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। অথচ সরকার ওই হামলা সম্পর্কে চোখ বুজে রয়েছে।

প্রাক্তনীরা আরও জানিয়েছেন, তাঁরা কোনও বিশেষ দলের সঙ্গে যুক্ত নন। দেশের সংবিধানের প্রতিই তাঁরা দায়বদ্ধ।

চিঠিতে আরও বলা হয়েছে, সংবিধানে উল্লিখিত উদার ও ধর্মনিরপেক্ষ ভাবধারা রক্ষার জন্য তাঁরা মুখ খুলেছেন। বৈচিত্রই দেশের সবচেয়ে মূল্যবান বিষয়।প্রাক্তন সমরকর্মীরা মনে করিয়ে দিয়েছেন, মতপার্থক্য গণতন্ত্রেরই অঙ্গ, তা দেশবিরোধী নয়।