নয়াদিল্লি: বিশ্বের যাবতীয় পরিবেশ সংক্রান্ত সমস্যার জন্য হিন্দুরা দায়ী নয়। এভাবেই অমরনাথ সংক্রান্ত ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশের সমালোচনা করল বিশ্ব হিন্দু পরিষদ। এনজিটির নির্দেশ তুঘলকি ফতোয়া বলে মন্তব্য করেছে তারা।
এনজিটি গতকাল বলেছে, হিন্দুদের অন্যতম পবিত্রতম তীর্থক্ষেত্র অমরনাথকে সাইলেন্স জোন বলে ঘোষণা করা হবে। গুহার বাইরে কোনওরকম জয়ধ্বনি করা যাবে না, ভেতরে ঘণ্টা বাজানোর মত ধর্মীয় কার্যকলাপও বন্ধ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৭৫৬ ফুট উঁচুতে অবস্থিত বরফে ঢাকা এই তীর্থস্থানে হইচইয়ের জেরে ধস নামতে পারে বলে তাদের আশঙ্কা। এছাড়াও দর্শনের পর যেভাবে দক্ষিণ হিমালয়ের এই অংশে কাপড়ের টুকরো, ছবির ফ্রেম ইত্যাদি পড়ে থাকছে তাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এনজিটি মনে করছে।
কিন্তু হিন্দু সংগঠনগুলি এই নির্দেশে প্রচণ্ড ক্ষুব্ধ। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়া বলেছেন, কেন্দ্রের কাছে তাদের অনুরোধ, সব সময় কোনও না কোনও কারণ দেখিয়ে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে, এনজিটিকে বলা হোক, এমন তুঘলকি ফতোয়া যেন এখনই প্রত্যাহার করে তারা।
বিজেপির এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বম বম ভোলে ও হর হর মহাদেব বলতে বলতে অমরনাথ যাবেন তিনি। পারলে এনজিটি তাঁকে আটকাক।
‘তুঘলকি ফতোয়া’, ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের অমরনাথ সংক্রান্ত নির্দেশে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 08:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -