সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ আজ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে মুসলিম সমাজে চালু তিন তালাক উচ্চারণ করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার রীতিকে বাতিল, অবৈধ, অসাংবিধানিক বলেছে। এই প্রথা কোরানের মৌলিক নীতির পরিপন্থীও বলেছে বেঞ্চ।
প্রসঙ্গে মুসলিম পার্সনাল ল বোর্ডের সভানেত্রী শাইস্তা অম্বরের মত, সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত জানাল, এটা দেশের মহিলাদের জয়। কিন্তু তার চেয়েও বড় কথা, ইসলামের জয় এটা।
মুসলিম মেয়েদের অধিকারের সমর্থনে দীর্ঘদিন লড়াই করে চলা শাইস্তা বলেন, ইসলামে তিন তালাকের কোনও নিয়ম না থাকা সত্ত্বেও এই প্রথা মুসলিম মেয়েদের অশেষ দুর্ভোগে ফেলেছে। তথাকথিত ধর্মগুরুরা এই বৈষম্যমূলক প্রথা চালু করেছেন, এতে লাখ লাখ মহিলার ক্ষতি হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নতুন আশার আলো দেখাল মুসলিম মেয়েদের সামনে। আশা করছি, তিন তালাক চিরতরে নিষিদ্ধ হবে।
শরিয়তে কোনওরকম আঘাত না করে এ ব্যাপারে সরকারকে নতুন আইন চালুর আবেদন জানান তিনি। আশা প্রকাশ করেন, মুসলিম মেয়েদের সমৃদ্ধি ও মঙ্গল সুনিশ্চিত করতে নতুন আইন আনা হবে কোনওরকম চাপ ছাড়াই।
অল ইন্ডিয়া শিয়া পার্সনাল ল বোর্ডের মুখপাত্র মৌলানা ইয়াকুব আব্বাসও সর্বোচ্চ আদালতের এই রায় তিন তালাকের নামে মুসলিম মেয়েদের নির্যাতন, হেনস্থা বন্ধ হবে বলে অভিমত জানান। বলেন, পয়গম্বরের সময় তিন তালাকের কোনও ব্যাপারই ছিল না। তিন তালাকের বিরুদ্ধে সতী প্রথা বিরোধী আইনের মতো কঠোর আইন চাই আমরা।
অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালি রহমান যদিও শীর্ষ আদালতের রায় সম্পর্কে মুখ খুলতে চাননি। বোর্ডের ওয়ার্কিং কমিটি সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখে ভবিষ্যত কর্মপন্থা ঠিক করতে ১০ সেপ্টেম্বর ভোপালে বৈঠকে বসছে। বোর্ডের অস্থায়ী কমিটির সদস্য জাফরায়েব জিলানি আরও নানা ইস্যু নিয়েও সেখানে কথা হবে, বাবরি মসজিদ মামলাও এজেন্ডায় আছে বলে জানিয়েছেন বোর্ডের সদস্য জাফরায়েব জিলানি।