ওঁরা তিনজন স্কুটারে করে যাচ্ছিলেন। একটি এসইউভির পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের স্কুটারের সজোরে ধাক্কা লাগে। সিসিটিভিতে পরিষ্কার, ধাক্কার তীব্রতায় তাঁরা তিনজনেই ছিটকে শূন্যে উঠে যান। তারপর আছড়ে পড়েন রাস্তায়।
বিস্ময়কর ব্যাপার হল, পড়ে গিয়েই তাঁদের দুজন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। তৃতীয়জনকে সাহায্য করতে ছুটে আসেন পথচারী মানুষজন। তবে তিনিও সুস্থ আছেন।
এঁদের তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না।