বরেলি: কিছুদিন আগে উত্তরপ্রদেশের বরেলির নবাবগঞ্জ নগরপালিকা আসনে  নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএসপি প্রার্থী শাহলা তাহির। ভোটের ফল ঘোষণার একমাস পর তাহিরের বিজয় মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি শোনা গিয়েছে বলে দাবি।


পাকিস্তানের সমর্থনে স্লোগানের এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এলাকায় অসন্তোষ ছড়িয়েছে। রাজ্য সরকারের মন্ত্রী ধর্মপাল সিংহ রাজ্য পুলিশের আইজি-র কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।

যদিও চেয়ারম্যান তাহিরের এই ভিডিও-র পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করতে ভিডিওতে বিকৃতি ঘটানো হয়েছে।

বিজেপি জেলা সভাপতি রবীন্দ্র সিংহ রাঠৌরের ছোট ভাইয়ের স্ত্রী শাহলা তাহিরের কাছে ভোটে হেরে গিয়েছিলেন। ভোট গণনার সময় রবীন্দ্র সিংহর বিরুদ্ধে এসডিএমকে মারধরের অভিযোগও উঠেছিল। ওই সময় থেকেই শাহলা তাহিরের সঙ্গে রাঠৌরের বিবাদ চলছে। এরইমধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠেছে যে, মিছিলে সত্যিই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়েছিল নাকি এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।