পরশু কাশ্মীরের পুলওয়ামায় আওরঙ্গজেবের মৃতদেহ উদ্ধার হয়। ইদ উপলক্ষ্যে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। তাঁর কপাল ও ঘাড়ে গুলির ক্ষত ছিল। ভিডিওয় দেখা যাচ্ছে, জঙ্গিরা তাঁকে প্রশ্ন করছে, মেজর শুক্লর সঙ্গে জঙ্গি বিরোধী অপারেশনে তিনিও ছিলেন কিনা, সমীর টাইগার এনকাউন্টারে তাঁরও হাত ছিল কিনা।
দেখুন ভিডিওটি
আওরঙ্গজেব ৪ জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে কর্মরত ছিলেন, মোতায়েন ছিলেন সোপিয়ানের শাদিমার্গের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে।
পরশু সকান ৯টা নাগাদ সেনা কর্মীরা একটি গাড়ি থামিয়ে চালককে অনুরোধ করেন, আওরঙ্গজেবকে সোপিয়ানে পৌঁছে দিতে। কালামপোরা দিয়ে যাওয়ার সময় গাড়িটি আটকে তাঁকে অপহরণ করে জঙ্গিরা। সেদিনই শ্রীনগরে রাইজিং কাশ্মীরের সম্পাদক ও বরিষ্ঠ