কটক: টিক টক উন্মাদনা এবার হাসপাতাল চত্বরেও। সম্প্রতি কটকের এসসিবি মেডিক্যাল কলেজে দুজন আয়া রেকর্ড করলেন একটি টিক টক ভিডিও। এখন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঠিক একদিন আগেই ওড়িশার মালকনগিরির একটি হাসপাতালে চারজন নার্সের টিকটক ডান্স ভিডিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
হাসপাতালের মধ্যে তোলা টিকটক ভিডিও নিয়ে রীতিমতো অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। সুপারিনটেনডেন্ট পি বি কে মোহান্তি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে খোঁজখবর নিয়ে ওই আয়াদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবে।
অভিযোগ, ওই হাসপাতালের দুই আয়া অর্থোপেডিক বিভাগের মধ্যেই একটি টিকটক ভিডিও রেকর্ড করেন। ভিডিওটির পিছনে চিকিৎসাধীন রোগীদেরও দেখা গেছে।
ওই ভিডিওয় অংশগ্রহণকারী এক বয়স্ক আয়ার মতে, তিনি না জেনে-বুঝেই একজন কমবয়সী আয়ার আবদারে তার সঙ্গে পা মিলিয়েছেন মাত্র।
এর আগে মাকলনগিরির একটি হাসপাতালে টিকটক ভিডিও রেকর্ড করেন চার জন নার্স। তাঁদের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় মুহূর্তে।
সূত্রের খবর, ওই নার্সদের শো কজ করা হয় ও পরে ছুটিতে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।
এক নবজাতককে কোলে নিয়ে স্পেশ্যাল নিওন্যাটাল কেয়ার ইউনিটে ইউফর্ম পরে চার নার্সের ডান্স ভিডিও সামনে আসার পর হইচই পড়ে যায় সর্বত্র। তাঁদের বিরুদ্ধে চিকিৎসায় চরম গা-ফিলতির অভিযোগ আনা হয়েছে।